Saturday, March 19, 2011

এক সাইটে সকল বিষয়ের টিউটোরিয়াল

কম্পিউটার বিষয়ে যাদের নতুন কিছু জানার আগ্রহ আছে তাদের বিভিন্ন শিক্ষা বিষয়ক ওয়েব সাইটের খোঁজ রাখেন। কিন্তু প্রয়োজনীয় বিভিন্ন জনপ্রিয় এ্যাপলিকেশনের টিউটোরিয়াল যদি একটি সাইটেই পাওয়া যায় তাহলে কেমন হয়! এমনই একটি ওয়েব সাইট www.tutorialized.com যেখানে দ্বিমাত্রিক (ফায়ারওয়ার্কস, ফ্লাশ, গিম্প, ইলাষ্ট্রেটর, পেয়েন্ট শোপ প্রো, ফটোশপ), ত্রিমাত্রিক (থ্রিডি ষ্টুডিও ম্যাক্স, অটোক্যাড, ব্লিন্ডার থিডি, ব্রাই থিডি, সিনেমা থিডি, লাইটওয়েব থিডি, মায়া), ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট (এডোবি ফ্লেক্স, এএসপি, এএসপি.নেট, কোল্ড ফিউঝন, সিএসএস, ড্রিমওয়েভার, এইচটিএমএল, জাভা, জাভা স্ক্রিপ্ট, এমএম ফিউঝন, ফন্টপেজ, পার্ল এবং সিজিআই, পিএইচপি, পাইথস, রুরি এবং রেইলস, সিইও, ওয়েব ডিজাইন, এক্সএমএল), বিজনেস এপলিকেশন (এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, কোয়ার্ক এক্সপ্রেস), বিজনেস ডেভেলপমেন্ট (একাউনন্টিং, ই-কমার্স, লিগাল, মার্কেটিং), ডেটাবেজ (ডিবি ডিজাইন, ডিবি২, একসেস, এমএস এসকিউএল, মাই এসকিউএল, ওরাকল, এসকিউএল বেসিক), ডেক্সটপ প্রোগ্রামিং (সি/সি++, ডিলপি, ভিজ্যুয়াল বেসিক, ভিজ্যুয়াল সি), অপারেটিং সিস্টেম (লিনাক্স, উইন্ডোজ), ভিডিও এডিটিং (ফাইনাল কাট ষ্টুডিও, প্রিমিয়ার) এবং মিসেলেনিয়াস (পিএইচপি, ওয়েব হোষ্টিং) বিভিন্ন বিষয়ে প্রায় ২০ হাজারের মত টিউটোরিয়াল। এর মধ্যে সবচেয়ে বেশী টিউটোরিয়াল রয়েছে এডোবি ফটোশপ (৮ হাজারের বেশী) এবং ফ্লাশের (২ হাজারের বেশী)।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...