Thursday, February 17, 2011

উইন্ডোজের সুর বদল করুন


উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু এবং বন্ধ করার সময় চাইলেনানা ধরনের সুর শোনা যায় এতে সাধারণত স্বয়ংক্রিয়ভাবে সুর ঠিক করা থাকে ইচ্ছে করলে সুর বদলানো যায় জন্য *.wav ফাইল নির্বাচন করতে হবে তবে ফাইলটির আকার মেগাবাইটের মধ্যে হতে হবে আপনার পছন্দের সুরটি অন্য ফরম্যাটে থাকলে *.wav- রূপান্তর করে নিন এবার পছন্দের সুরটি Windows XP Startup Windows XP Shutdown নামে সংরক্ষণ (সেভ) করুন এবার ফাইলদুটি C:\Windows\Media-তে কপি অথবা পেস্ট করলেই তা উইন্ডোজের সুর হিসেবে বাজবে

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...