Friday, February 18, 2011

সহজেই ছবি এবং গান থেকে ভিডিও তৈরী করা

বিভিন্ন ভিডিও এ্যাডিটিং সফটওয়্যারের সাহায্যে ছবি এবং অডিও গান দ্বারা ভিডিও গান তৈরী করা যায়। এজন্য কিছুটা দক্ষ হতে হয়। কিন্তু কোন দক্ষতা ছাড়ায় এ কাজটি সহজেই করা যায় ইউমিউজিক সফটওয়্যার দ্বারা। মাত্র ৫০৩ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://umusic.codeplex.com থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে jpg ফরম্যাটের ছবি mp3 ফরম্যাটের অডিও ব্রাউজ করে এনে Create Video বাটনে ক্লিক করলে WMV ফরম্যাটের ভিডিও তৈরী হবে।
সফটওয়্যারটি দ্বারা তৈরী করা ভিডিও ইউটিউব এবং রেপিড শেয়ারে আপলোড করা যাবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...