কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাট করা যায় না।তবে এমন পরিস্হিতিতেও পেনড্রাইভ ফরম্যাট করা যায়।এ জন্য START থেকে CONTROL PANEL- এ গিয়ে ADMINISTRATIVE TOOLS- এ দুই বার ক্লিক করুন।তারপর COMPUTER MANAGEMENT- এ দুই বার ক্লিক করুন।এখন বাঁ পাশ থেকে DISK MANAGEMENT- এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভ সহ সব কটি ড্রাইভের লিস্ট আসবে।সেখান থেকে পেনড্রাইভের উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে।