Friday, February 18, 2011

পিডিএফ ফাইলের থাম্বনেইলে ছবি যোগ করা

পিডিএফ ফাইলের থাম্বনেইলে সাধারণত উক্ত পৃষ্ঠাকে দেখায়। যদি ভিন্ন ভিন্ন পৃষ্ঠার থাম্বনেইলে ভিন্ন ভিন্ন ছবি দেখায় তাহলে কেমন হয়! পিডিএফ থাম্বনেইল জেনারেটর সফটওয়্যার দ্বারা বিভিন্ন পৃষ্ঠার থাম্বনেইলে ছবি যুক্ত করা যায়। মাত্র ৩০২ কিলোবাইটের ফ্রিওয়্যার, বহনযোগ্য এই সফটওয়্যাটি www.coolpdf.com/pdfthumbnail.html থেকে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Open বাটনে ক্লিক করে পিডিএফ ফাইলটি খুলুন। এরপরে Thumbnail এর ব্রাউজ বাটনে ক্লিক করে BMP, JPG বা EMF ইমেজ আনুন এবং কোন পৃষ্ঠাতে যুক্ত করতে চান তা Page No এ লিখুন এবং Add বাটনে ক্লিক করুন। এভাবে আপনি যে যে পৃষ্ঠাতে যে যে ছবি যুক্ত করতে চান তা Add করুন। অবশেষে Save To এর ব্রাউজ বাটনে ক্লিক করে কোথায় সেভ করবেন তা ঠিক করে Generate বাটনে ক্লিক করে নতুন পিডিএফ ফাইল তৈরী করুন। এবার পিডিএফ ফাইলটি খুলে থাম্বনেইলে দেখুন পেজের পরিবর্তে আপনার যোগ করা ছবি দেখাচ্ছে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...