Thursday, February 17, 2011

এক্সেলের শীট বা ওয়ার্কবুক আনপ্রোটেক্ট করা

মাইক্রোসফট এক্সেল যারা ব্যবহার করেন তারা বিভিন্ন প্রয়োজনে এক্সেলের ওয়ার্কশীট বা ওয়ার্কবুক পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখেন (ফাইল পাসওয়ার্ড নয়)। আর পাসওয়ার্ড ছাড়া এক্সেলের ওয়ার্কশীট বা ওয়ার্কবুক আনপ্রোটেক্ট করা যায় না, ফলে কোন তথ্য পরিবর্তন করা যায় না। কিন্তু আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে বেশ বেকায়দাই পরতে হবে। আপনি চাইলে পাসওয়ার্ড ছাড়ায় ওয়ার্কশীট বা ওয়ার্কবুক আনপ্রোটেক্ট করতে পারবেন এক্সেলের password এ্যাড-ইন দ্বারা। এজন্য http://www.straxx.com/excel/password.xla থেকে password এ্যাড-ইনটি ডাউনলোড করুন এবং password এ্যাড-ইনটি চালু করুন। তাহলে টুলস মেনুতে Unprotect Sheet এবং Unprotect Workbook নামে দুটি সাবমেনু আসবে। এবার এক্সেলের যে ফাইলটির ওয়ার্কশীট আনপ্রোটেক্ট করতে চাচ্ছেন সেটি খুলে টুলস মেনু থেকে Unprotect Sheet এ ক্লিক করলেই হবে। আর Unprotect Workbook এ ক্লিক করলে ওয়ার্কবুক আনপ্রোটেক্ট হবে। এই এ্যাড-ইনটি মাইক্রোসফট এক্সেল ২০০০, এক্সপি এবং ২০০৩ সমর্থন করলেও ২০০৭ এ চলেবে না।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...