Friday, February 18, 2011

উইন্ডোজের হট কী দেখার সফটওয়্যার

উইন্ডোজের বিভিন্ন প্রোগ্রাম সহজে চালানোর জন্য বিভিন্ন হট কী ব্যবহৃত হয়। উইন্ডোজের নিজস্ব হট কী ছাড়াও ইনস্টল থাকা অনান্য সফটওয়্যারের হট কী থাকতে পারে। কিন্তু কোন্‌ কোন হট কী সক্রিয় আছে তা জানা যাবে একটিভ হট কী সফটওয়্যার দ্বারা। ৫১০ কিলোবাইটের (১.০৭ মেগাবাইট) ফিওয়্যার, পোর্টেবল এই সফটওয়্যারটি www.donationcoder.com থেকে ডাউলোড করে আনজিপ করে ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি চালু করে কী মডিফায়ার এবং কী গ্রুপ নির্বাচন করে Test Active Hotkeys বাটনে ক্লিক করলেই হট কী এর অবস্থা দেখাবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

!
K
C
I
M
W
O
H
B
Y
N
O
R