Thursday, February 17, 2011

চ্যাটিংয়ের লেখাকে বোল্ড করার উপায়


চ্যাটিংয়ের লেখাকে বোল্ড করা যায়। লেখাকে বোল্ডরার জন্য (**) symbol দুটি ব্যাবহার করতে হবে। মাঝে শুধু লেখাটা বসিয়ে দিলেই bold হয়ে যাবে।আপনি যদি কাউকে লেখেন  হ্যালো তাহলে হ্যালো লেখাটি বোল্ড করার জন্য লিখতে হবে *HELLO* দেখবেন লেখাটি bold হয়ে গেছে।একইভাবে লেখাতে underline দেয়া যায়। তবে এই সময় (_ _ )দুটি symbol ব্যবহার করতে হয়।যদি লিখেন  _HELLO_তাহলে লেখাতে underline চলে আসবে।
আর বোল্ড এবং আন্ডারলাইন একসঙ্গে দিতে চাইলে লেখার system হবে এইরকম— *_HELLO_*

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...