Thursday, February 17, 2011

মাইক্রোসফট এক্সেল ২০০৭ -এ হিসাবে ভুল

Latest  মাইক্রোসফটের নতুন এক্সেল সংস্করণে হিসাবে ভুল ধরা পরেছে। এক্সেলে কোন সেলে =77.1*850 লিখলে যার ফলাফল 65,535 হবার কথা কিন্তু ফলাফল 100,000 দেখা যাচ্ছে। আবার উক্ত (100,000) ফলাফলে সাতে ২ গুণ করলে ফলাফল 131,070 দেখাচ্ছে। যেমন A1 সেলে লিখুন =850*77.1 এবং A2 সেলে লিখুন =A1*2 তাহলে দেখবেন A1 সেলে 100,000 দেখা যাচ্ছে এবং A2 সেলে 131,070 দেখা যাচ্ছে। মাইক্রোসফট তাদের এই ভুল ¯^xKvi করেছে এবং ডেভিড গেইনার বলেছে এটা শুধুমাত্র একটি প্রদর্শনে ভুল হচ্ছে কিন্তু তাতে হিসাব নিকাশে কোন ভুল হবে না। তিনি আরো বলে আমরা সমস্যা খুঁজে পেয়েছি এবং পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সমাধানের পরে খুব শিগ্রই ইন্টারনেট থেকে এই ত্রুটিমুক্ত করা উপায় দেওয়া হবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...