Thursday, February 17, 2011

মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট পরিবর্তন


মাইক্রোসফট ওয়ার্ডে (এমএস ওয়ার্ড) কাজ করতে গিয়ে অনেক সময় একই লেখায় বাংলা ইংরেজি দুটো ভাষা টাইপ করতে হয় আপনি ইচ্ছে করলে এক ক্লিকে ফন্ট পরিবর্তন করতে পারেন জন্য Tools/customize/ categories/fonts- যান এবং আপনি যে ফন্ট বেশি পরিবর্তন করে থাকেন ডান পাশ থেকে তা মাউসের সাহায্যে ড্রাগ করে মেনুবারে নিয়ে বক্সটি close করে দিন মেনুবারে ফন্টটি এসে যাবে জন্য Tools/customize/keyboard/categories/fonts- যান এবার ফন্ট নির্বাচিত করুন এবং Press new shortcut key অপশনে আপনার পছন্দের শর্টকাট কি চাপুন, যেমন, Ctrl+5 এখন লেখার সময় শর্টকাট কি চাপলেই তা স্বয়ংক্রীয়ভাবে কাজ করবে

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...