Friday, February 18, 2011

ভিডিও থেকে এ্যানিমেটেড জিফ ছবিতে রূপান্তর

ওয়েব সাইটের জন্য বা অন্য কাজে এ্যনিমেটেড জিফ ছবির প্রয়োজন হয়। ভিডিও থেকে যদি এ্যনিমেটেড জিফ ছবি বা অন্য ফরম্যাটের ছবিতে রূপান্তর করা যায় তাহলে কেমন হয়! এধরনে কাজের জন্য মাত্র ৮১ (২২৮) কিলোবাইটের MovieToAGIF সফটওয়্যার দ্বারা আপনি ভিডিও এর নির্দিষ্ট বা সমস্ত অংশ এ্যনিমেটেড জিফ ছবিতে রূপান্তর করতে পারেন। এছাড়াও Gif, Png, Jpeg ফরম্যাটেও স্থির ছবি নেয়া যাবে। সফটওয়্যারটি বর্তমানে Avi এবং Mpeg ভিডিও ফরম্যাট সমর্থন করে। সফটওয়্যারটি http://www.evanolds.com/movtogifsimple.html থেকে ডাউনলোড করে নিন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...