মজিলা ফায়ারফক্সের এড্রেসবারে বিভিন্ন রকম রঙের ব্যবহার করতে পারেন স্টাইলিশ এ্যাডঅন দ্বারা। এ্যাডঅনটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/2108 থেকে ইনষ্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এবার প্রজন্ম স্টাইলটি সেট করতে http://userstyles.org/styles/8571 সাইটে ঢুকুন এবং load into the Stylish বাটনে ক্লিক করে ডায়ালগ বক্সে Save বাটনে ক্লিক করে সেভ করুন। এই স্টাইল ফায়ারফক্স ছাড়াও থান্ডারবার্ড, ফ্লোক, মজিলা সুইট, সি মানকি এবং সংবার্ডে ব্যবহার করা যাবে। আপনি চাইলে স্টাইল পরিবর্তন বা নতুন করে তৈরী করতে পারবেন। এজন্য Tools>Add-on ক্লিক করুন Stylish এর Options বাটনে ক্লিক করুন। এখন Manage Style উইন্ডোতে দেখুন Projanmo Style নামে একটি স্টাইল আছে। আপনি Projanmo Style নির্বাচন করে উপরের Edit… বাটনে ক্লিক করলে এডিটর খুলবে সেখান থেকে আপনি বিভিন্ন রঙ পরিবর্তন করতে পারবেন। এছাড়াও Manage Style উইন্ডো থেকে Write…বাটনে ক্লিক করে নতুন স্টইল তৈরীও করতে পারবেন।
শিখেনিন Windows-7 Setup
আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...

-
Add your Photos in My Computer Properties Todo this: 1. Open Notepad. 2. Type the following: [General] Manufacturer="নিজের নাম...
-
ফাইলের সহজ নিরাপত্তা আপনার কম্পিউটারের ফাইলটি আর কেউ খুলতে পারবে না, এমন ব্যবস্থা অনেকেই রাখতে চান। উইন্ডোজের সহজ একটা পদ্ধতি আছ...