স্টার্ট মেনুর স্টাইল পরিবর্তন করা
উইন্ডোজ এক্সপির স্টার্ট মেনুকে পরিবর্তন করে উইন্ডোজ ক্ল্যাসিক স্টর্ট মেনুতে রূপামত্মর করা যায়। এজন্য-
- Start বাটনে মাউসের ডান বাটন ক্লিক করে Properties ক্লিক করুন।
পর্দায় Taskbar and Start Menu Properties উইন্ডো আসবে।
- উক্ত উইন্ডোর Start menu ট্যাবে ক্লিক করে Classic Start menu-এর বাম পাশে ¤ টিক চিহ্ন দিয়ে ডান পাশেরCustomize বাটনে ক্লিক করুন।
- এবার Customize Start Classic Start উইন্ডো আসবে।
- উক্ত উইন্ডোর Advanced Start menu options: এর নীচ থেকে কোন কোন আইটেম স্টার্ট মেনুতে ডিসপ্লে করবে তা সিলেক্ট করে দিন।
- ক্ল্যাসিক স্টার্ট মেনু সিলেক্ট করলে বাই-ডিফল্ট My Document, My Computer, My Network place, Internat Explorer প্রভৃতি আইকন ডেস্কটপে থাকবে।
Start Menu-তে Program যোগ করা
উইন্ডোজের Start Menu আপনার পছন্দমতো যে কোন প্রোগ্রাম সংযুক্ত করতে পারেন আবার বাদও দিতে পারেন। Start Menu প্রোগ্রামস অপশনে যদি কোন নতুন প্রোগ্রাম যোগ করতে চান তাহলে-
- প্রথমে Start>Settings/Control Panel>Taskbar and Start Menu-তে ডাবল ক্লিক করুন। পর্দায় Taskbar and Start Menu Properties উইন্ডো দেখা যাবে।
- উক্ত উইন্ডোর Start Menu ট্যাবে ক্লিক করে নিচের দিকে Classic Start menu-এর বাম পাশে ¤ রেডিও বাটনে ক্লিক করে ডান পাশের Customize বাটনে ক্লিক করুন। পর্দায় Customize Classic Start Menu উইন্ডো আসবে।
- উক্ত উইন্ডোর Add বাটনে ক্লিক করুন। পর্দায় Create Shortcut উইন্ডো আসবে।
- এবার উক্ত Create Shortcut উইন্ডোর Browse বাটনে ক্লিক করে Browse For Folder হতে যে ফাইলটি দরকার তা সিলেক্ট করে OK করুন।
- এরপর Next দিয়ে OK করুন। আবারও Apply করে OK করুন।
স্টার্ট মেনুতে বেশী বেশী প্রোগ্রাম
উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের স্টার্ট মেনুতে এমনিতে ছয়টি প্রোগ্রাম দেখা যায়। তবে চাইলে প্রদর্শিত প্রোগ্রামের সংখ্যা বাড়ানো যায়। এজন্য-
- Start বাটনে মাউসের ডান বাটন ক্লিক করে Properties ক্লিক করুন। পর্দায় Taskbar and Start Menu Properties উইন্ডো আসবে।
অথবা
Start\ControlPanel\Taskbar and Start menu তে ডাবল ক্লিক করম্নন। পর্দায় Taskbar and Start menu Properties উইন্ডো বক্স আসবে।
- উক্ত উইন্ডোর Start Menu ট্যাবে ক্লিক করে নিচের দিকে Start menu-এর বাম পাশে ¤ রেডিও বাটনে ক্লিক করে ডান পাশের Customize বাটনে ক্লিক করুন। পর্দায় Customize Start Menu উইন্ডো আসবে।
- এবার প্রদর্শিত উইন্ডোর General ট্যাবে ক্লিক করে Programs-এর নিচে Number of Programs on Start menu: তে সর্ব মোট ৩০টি প্রোগ্রাম যুক্ত করা যায়।
- এবার আপনার কাঙ্ক্ষিত নম্বা^রটি সিলেক্ট করে OK করম্নন।
- তারপর আবার Apply ও OK করম্নন।
স্টার্ট মেনুতে ছোট ছোট আইকন
উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের Start মেনুতে যদি ছোট আকৃতির আইকন করতে চান, তাহলে-
- Start>Settings/ControlPanel>Taskbar & Start Menu কমান্ড দিলে Taskbar and Start Menu Properties উইন্ডো আসবে।
অথবা
Start মেনুতে ডান বাটন ক্লিক করে Properties-এ ক্লিক করুন।
এবার Taskbar and Start Menu Properties উইন্ডো আসবে।
- উক্ত উইন্ডোর Start Menu ট্যাবে ক্লিক করে Customize বাটনে ক্লিক করুন। এবার Customize Classic Menu উইন্ডো আসবে।
- এবার উক্ত উইন্ডোর Advanced Start menu options: এর নিচে Show Small Icon in Start menu এর বাম পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে OK করুন।
- আবার Apply এবং OK করম্নন।
স্টার্ট মেনুকে গতিশীল করুন
উইন্ডোজ এক্সপিতে ডিফল্টভাবে Start মেনুর গতি সাধারনত সেস্না বা ধীর হয়ে থাকে। কম্পিউটারে খুব বেশী প্রোগ্রাম ইনস্টল করা হলে অনেক ক্ষেত্রেই মেনু দেখাতে বেশী সময় নেয়। আপনি ইচ্ছা করলে উইন্ডোজ এক্সপির অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি কী এডিট করে স্টার্ট মেনুর স্পিড বাড়াতে পারেন। Start মেনুর গতি বাড়ানোর জন্য-
- প্রথমে Start মেনু থেকে Run-এ ক্লিক করুন এবং regedit টাইপ করে OK করুন। পর্দায় Registry Editor উইন্ডোটি দেখা যাবে।
- এবার HKEY_CURRENT_USER\ControlPanel\Desktop ফোল্ডারে ক্লিক করুন।
- এরপর প্যানেলের ডানের স্ক্রলবারটি স্ক্রল করে MenuShowDelay ফাইলে ডাবল ক্লিক করুন। পর্দায় Edit String ডায়ালগ বক্স আসবে।
- এবার উক্ত ডায়ালগ বক্সের Value Data বক্সে মেনু স্পিডের ডিফল্ট ভ্যালু 400 (অন্য মানও থাকতে পারে) থেকে সর্বনিম্ন ১ বা ০ সেট করে OK ক্লিক করুন। ( ডফল্ট ভ্যালু যত কমাবেন স্পীড তত বাড়বে, ভালো হয় একেবারে ০ শূন্য দিলে )। ব্যস হয়ে গেল।
- এরপরেও যদি কাজ না হয়, তবে ডিসপ্লে প্রোপার্টিজ থেকে Appeara nce এবং তারপরে Advanced বাটনে ক্লিককরুন। এবার মেনু শ্যাডো অপশনটি অফ করে দিন। এরপর আশা করা যায় ভালো পারফরমেন্স পাবেন।
- অত:পর নিজেই দেখুন আপনার Start মেনু দেখতে কত কম সময় লাগছে।
বি: দ্র: রেজিস্ট্রিতে যে কোন পরিবর্তনের পূর্বে অবশ্যই এর একটি ব্যাকআপ কপি রাখুন।
২নং নিয়ম:
উইন্ডোজ এক্সপিতে স্টার্ট মেনুতে শ্যাডো বা ছায়ার এফেক্ট দেওয়া থাকলে স্টার্ট মেনুতে বিভিন্ন আইকন ধীর গতিতে প্রদর্শিত হয়। তবে শ্যাডো এফেক্ট বন্ধ করে মেনুর গতি বাড়ানো যায়। এজন্য-
1. ডেস্কটপে ডান বাটন ক্লিক করে Properties-এ ক্লিক করুন। পর্দায় Display Properties ডায়ালগ বক্স আসবে।
2. এবার উক্ত ডায়ালগ বক্সের Appearance ট্যাবে ক্লিক করে Effect বাটনে ক্লিক করুন। পর্দায় Effects উইন্ডো আসবে।
3. এখন Show shadows under menus R টিক চিহ্ন তুলে দিয়ে OK করম্নন।
4. এবার Apply এবং OK করম্নন।
দ্রুত স্টার্ট মেনু খুলুন
উইন্ডোজ এক্সপির Start মেনু আরো দ্রুত খোলা যায়। এ জন্য-
- My Compute-এ মাউসের ডান বাটন ক্লিক করে Properties-এ যান। পর্দায় System Properties ডায়ালগ বক্স আসবে।
- উক্ত ডায়ালগ বক্সের Advance ট্যাবে ক্লিক করুন।
- এবার Performance-এর নিচে ডান দিকে Settings-এ ক্লিক করুন। পর্দায় Performance Options ডায়ালগ বক্স আসবে।
- উক্ত ডায়ালগ বক্সের Visual Effects ট্যাব ক্লিক করে ⊙ Adjust for best performance-এ রেডিও বাটন সিলেক্ট করুন।
- অত:পর Apply এবং OK করুন।
স্টার্ট মেনুকে দ্রম্নততর করণ
আমরা যখন Start বাটন চাপি, তার এক সেকেন্ড পর স্টার্ট মেনুটি প্রদর্শিত হয়। অ্যাভান্সড ইউজারদের জন্য এটা বিরক্তিকর। রেজিস্ট্রি সেটিং পরিবর্তনের মাধ্যমে এই অপেÿার সময়টা কমিয়ে আনা সম্ভব। সেটিং পরিবর্তনের ধাপগুলো হলো-
- প্রথমে Start মেনু থেকে Run-এ ক্লিক করুন এবং regedit টাইপ করে OK করুন। পর্দায় Registry Editor উইন্ডোটি খুলবে।
- HKEY_CLASSES_ROOT\CLSID\{00021400-0000- 0000-C000-000000000046}-এ যান।
- ডান পাশের ঘরে একটি ফিল্ড তৈরি করে (Edit>New>String Value) এর নাম দিতে হবে MenuShowDelay।
- এবার MenuShowDelay ফিল্ডটিতে ডাবল ক্লিক করম্নন।
- Value Data নামের ঘরে পছন্দসই একটা নম্বর লিখুন (যেমন-৩-৪)।
- চেষ্টা করম্নন ৩ বা ৪ এর চাইতে কম নম্বর দিতে। কেননা, যত কম নম্বর দেবেন মেনুটি তত দ্রম্নত Open হবে।
- এবার OK করে রেজিস্ট্রি এডিটর বন্ধ করে দিন এবং বার কয়েক কম্পিউটার Refresh করে নিন।
- এবার কম্পিউটারের Start বাটনে ক্লিক করম্নন। পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।
এক্সপিতে ৯৮-এর স্টার্ট মেনু
উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে স্টার্ট মেনুতে ক্লিক করলে স্টার্ট মেনুর আকার/আকৃতি নিজের মতো করে উপস্থাপিত হয়। ফলে উইন্ডোজের আগের সংস্করণ ব্যবহারকারীদের কাছে এটি ভালো নাও লাগতে পারে। অবশ্য এক্সপির কাঠামো ৯৮-এর মতো করা যায়। এজন্য-
1. প্রথমে Start>Settings/Control Panel>Appearance and Themes>Taskbar and Start menu ক্লিক করুন।
2. এবার Taskbar and start menu Properties ডায়ালগ বক্স আসবে।
3. উক্ত ডায়ালগ বক্সের Start Menu ট্যাবে ক্লিক করে নিচের দিকে Classic Start Menu তে টিক চিহ্ন দিয়ে OK করুন।
ডান ক্লিকে স্টার্ট বাটনের অপশন বাড়ান
উইন্ডোজের স্টার্ট বাটনে মাউসের ডান বাটন ক্লিক করে কিছু সুবিধা পাওয়া যায়। এসব সুবিধার সংখ্যা বাড়ানো যায়। এই Context মেনুতে আরও অপশন বাড়ানোর জন্য প্রথমে রেজিস্ট্রি এডিটরে যান। এ জন্য-
- Start থেকে Run-এ গিয়ে regedit লিখে OK করুন।
- HKEY_CLASSES_ROOT>Directory>shell অংশে যেতে হবে।
- নতুন ভাবে এখানে, New>Key তৈরি করতে হবে।
- এবার নতুন নাম পরিবর্তন করে সেই প্রোগ্রামের নাম লিখতে হবে, যা Context মেনুতে আমরা তৈরি করতে চান।
- এরপর আবার নতুন এন্ট্রির উপর ডান ক্লিক করে তার মধ্যে আরেকটি Key তৈরি করতে হবে, যার নাম হবে Command .
- ডান দিকের অংশে একটি এন্ট্রি থাকবে, যার নাম থাকবে default.
- এই এন্ট্রির উপর ডাবল ক্লিক করলে যে ডায়ালগ বক্স আসবে তাতে
সেই exe ফাইল পাথসহ চিনিয়ে দিতে হবে, যা আমরা Context মেনু থেকে চালাতে চাই।
স্টার্ট মেনু কাস্টমাইজ করার উপায়
উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীগন লক্ষ্য করলে দেখবেন এর স্টার্ট মেনু দু‘ভাগে বিভক্ত। প্রথমত, এর বাম দিকে থাকে সর্বশেষ ওপেন করা ছয়টি প্রোগ্রাম এবং ডান দিকে থাকে মাই ডকুমেন্ট, মাই কম্পিউটার, নেটওয়ার্ক নেইবারহুড ইত্যাদি। আর বাম দিকে সর্বশেষ থাকে সব প্রোগ্রাম মেনু। আপনি ইচ্ছা করলে এই স্টার্ট মেনুর যেকোন অংশ পরিবর্তন করতে পারেন। সেজন্য-
1. Taskbar-এর ফাঁকা স্থানে রাইট ক্লিক করে প্রদর্শিত মেনু থেকে Properties সিলেক্ট করুন। পর্দায় Taskbar and Start Menu Properties উইন্ডো প্রদর্শিত হবে।
2. এবার প্রদর্শিত উইন্ডোর Start Menu ট্যাব সিলেক্ট করুন। এখানে আপনি Start Menu এবং Classic Start Menu নামে দু‘টি অপশন পাবেন।
3. প্রথমত, উইন্ডোজ এক্সপির নিজস্ব ফিচার সমৃদ্ধ স্টার্ট মেনু এবং
দ্বিতীয়ত, উইন্ডোজের পূর্ববর্তী ভার্সনের মতো স্টার্ট মেনু। আপনার
সুবিধামত যেকোনটি পছন্দ করতে পারেন।
4. আপনি উইন্ডোজ এক্সপির মতো নিজস্ব ফিচার সমৃদ্ধ স্টার্ট মেনু সিলেক্ট করতে চাইলে Start Menu অপশনের বাম দিকে রেডিও বাটনে ক্লিক করে Cuctomize...বাটনে ক্লিক করুন।
5. পর্দায় Cuctomize Start Menu নামে একটি নতুন একটি উইন্ডো ওপেন হবে। উক্ত উইন্ডোতে General এবংAdvanced নামে দু‘টি অপশন ট্যাব দেখা যাবে। এই উইন্ডোর মাধ্যমে আপনি ইচ্ছামত স্টার্ট মেনু পরিবর্তন করার সুযোগ পাবেন।
6. প্রথম General ট্যাব বাটনের মাধ্যমে স্টার্ট মেনুর আইকনগুলোর ছোট-বড় করার, সবশেষ কতটি প্রোগ্রাম স্টার্ট মেনুর বাম দিকে দেখাতে চান ( ডিফল্ট হিসাবে ছয়টি থাকে ), ডিফল্ট ইন্টারনেট ও ই-মেইল প্রোগ্রাম ইত্যাদি পছন্দ করতে পারেন।
7. আর Advanced ট্যাব বাটনের মাধ্যমে স্টার্ট মেনুতে অনেক ফিচার সংযুক্ত করতে কিংবা বাদ দিতে পারবেন। এসব ফিচারের মধ্যে রয়েছে Favorte Menu, Help and Support মেনু, স্টার্ট মেনুতে ড্রাগ ও ড্রপের সুবিধা ইত্যাদি।
8. এবার OK করে Apply এবং OK করুন।
স্টার্ট মেনু থেকে ফেভারিট আইটেম বাদ দেয়া
সাধারণত স্টার্ট মেনুতে Favorites নামে একটি অপশন থাকে। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এই অপশনটি দরকারি কিন্তু যারা ইন্টারনেট ব্যবহার করেন না, তারা চাইলে এটি স্টার্ট মেনু থেকে বাদ দিতে পারেন। এজন্য-
- Start মেনু থেকে Run-এ গিয়ে regedit লিখে OK করম্নন। পর্দায় Registry Editor খুলবে।
- HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\ Windows\CurrentVersion\Policies\Explorer-এ যান।
- এরপর রাইট প্যানেলে No Favorites Menu এন্ট্রি আছে কিনা লক্ষ্য করুন। আর যদি না থাকে তাহলে বাম দিকের প্যানেলে রাইট ক্লিক করে New>DWORD ভেলুতে ক্লিক করে NoFavoritesMenu টাইপ করুন। ( অথবা ডান পাশের ঘরে একটি নতুন ফিল্ড তৈরি করম্নন- Edit>New>DWORD Value এবং এর নাম দিন NoFavorites Menu)।
- এরপর NoFavoritesMenu-এর উপর ডাবল ক্লিক করে এর ভেলু ডাটা ১ দিন।
- এরপর OK তে ক্লিক করুন। এরপর রেজিস্ট্রি এডিটর ক্লোজ করে কম্পিউটার রিস্টার্ট করুন অথবা কয়েক বার Refresh করম্নন।
- এরপর থেকে স্টার্ট মেনুতে Favorites মেনুটি আর আসবে না।
নোট: যদি Favorite অপশনটি ফিরিয়ে আনতে চান, তাহলে তৈরি করা ফিল্ডটিকে মুছে দিন। তারপর রেজিস্ট্রি থেকে বেরিয়ে আসুন এবং কম্পিউটার রিস্টার্ট করম্নন।
স্টার্ট মেনু স্ক্রলিং করা
স্টার্ট মেনু ওভারফ্লো করলে একটি একক কলামে লিস্টের সম্পূর্ণ এন্ট্রি টি রাখা সম্ভব হয় না। উইন্ডোজের একটি দ্বিতীয় কলাম কিংবা স্ক্রলিং মেনু আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে তৈরি করে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এর জন্য নেভিগেট করুন।
- HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Explorer\Advanced-এ যান।
- এবার Start Menu Scroll Programs নামের এন্ট্রিটি সিলেক্ট করুন।
- যদি এটি না থাকে, তাহলে Start Menu Scroll Programs নামে একটি নতুন স্ট্রিং ভ্যালু তৈরি করুন।
- আপনি যদি Start মেনু স্ক্রল করাতে চান, তাহলে ভ্যালুকে Yes করুন।
- আর যদি Start মেনুকে মাল্টিপল কলাম আকারে দেখতে চান, তাহলে ভ্যালুকে No করুন।
নিজের মতো করে স্টার্ট মেনু
একসঙ্গে অনেক সফটওয়্যার ইনস্টল করা থাকলে Start মেনুতে সেগুলো আগোছালো অবস্থায় থাকে। প্রয়োজনের সময় খুঁজে পেতে সমস্যা হয়। এজন্য নিজের দরকার ও পছন্দ মতো Start মেনু সাজিয়ে নেওয়াই ভালো। চাইলে Start মেনুতে কয়েকটা ফোল্ডারও খুলে নিতে পারেন।
- Start>Settings/ControlPanel ক্লিক করম্নন। পর্দায় Taskbar and Start Menu Properties উইন্ডো আসবে।
- প্রদর্শিত উইন্ডোর Start Menu ট্যাবে ক্লিক করে Customize বাটনে ক্লিক করম্নন। পর্দায় Customize Classic Start Menu উইন্ডো আসবে।
- উক্ত উইন্ডোর Advanced ট্যাবে ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে।
- উক্ত উইন্ডোর Programs ফোল্ডারে ডাবল ক্লিক করে Programs ভিতরে ঢুকুন।
- এখানে আপনি পেয়ে যাবেন আপনার Start Menu এর বিভিন্ন প্রোগ্রাম। এবার ইচ্ছামতো সাজিয়ে নিন।
- গ্রাফিক্স সফটওয়্যারগুলো এক সঙ্গে রাখার জন্য গ্রাফিক্স নামে একটি নতুন ফোল্ডার খুলতে পারেন। ইন্টারনেট প্রোগ্রামগুলো একসঙ্গে রাখার জন্য ইন্টারনেট নামে একটি নতুন ফোল্ডার খুলতে পারেন।
- এভাবে ইচ্ছা মতো ফোল্ডার খুলে সংশ্লিষ্ট প্রোগামগুলো এনে নতুন খোলা ফোল্ডারে ঢুকিয়ে দিন। দেখবেন, দরকারের সময় খুঁজে পেতে সমস্যা হবে না।
স্টার্ট মেনুতে কন্ট্রোল প্যানেলের অপশনসমূহ সাবমেনু হিসাবে প্রদর্শন করা
কন্ট্রোল প্যানেলে কোন পরিবর্তন করতে হলে আমরা সাধারণত স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করি, কন্ট্রোল প্যানেল লোড হওয়ার জন্য অপেক্ষা করি, এরপর কাঙ্খিত অপশনটি বাছাই করি। কিন্তু যারা প্রায়ই কন্ট্রোল প্যানেলে পরিবর্তন করে থাকেন তাদের জন্য উক্ত পদ্ধতিটি বিরক্তিকর হতে পারে। আপনি বরং কন্ট্রোল প্যানেলের অপশনসমূহ স্টার্ট মেনুতে All Programs এর ন্যায় সাবমেনু হিসেবে প্রদর্শিত করে রাখতেপারেন। এতে করে আপনি কন্ট্রোল প্যানেলের যে কোন অপশন সহজেই এক্সেস করতে পারবেন। এজন্য-
1. টাস্কবারের যে কোন খালি জায়গায় রাইট ক্লিক করে Properties ক্লিক করুন।
2. প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Start Menu ট্যাবে ক্লিক করুন।
3. Start menu রেডিও বাটনটি সিলেক্ট করে Customize বাটনে ক্লিক করুন।
4. প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Advanced ট্যাবে ক্লিক করুন।
5. Start menu items: এর নিচের Control Panel এর তিনটি রেডিও বাটন থেকে Display as a menu সিলেক্ট করে দিন।
6. এবার OK বাটনে ক্লিক করুন। আবার OK বাটনে ক্লিক করুন।
7. এবার আপনি স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেলের অপশনসমূহ সহজেই এক্সেস করতে পারবেন।
স্টার্ট মেনুকে জঞ্জালমুক্ত করম্নন
আপনার কম্পিউটারে যদি খুব অল্প সংখ্যক প্রোগ্রাম ইনস্টল করা থাকে, তাহলে কোন সমস্যা নেই। কিন্তু যদি আপনার কম্পিউটারে চল্লিশ-পঞ্চাশটা প্রোগ্রাম ইনস্টল করা থাকে, তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার Start>All Programs লিস্টের অবস্থাটা কি হয়েছে? এতগুলো প্রোগ্রামের লিস্ট দেখতেও দৃষ্টিকটু লাগে তাছাড়া এর মধ্য থেকে প্রয়োজনীয় প্রোগ্রামটা খুজে বের করতেও একটু রিরক্তি লাগে। আপনি ইচ্ছে করলে প্রোগ্রামগুলোকে কয়েকটি গ্রুপে বিন্যস্ত করে এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন এবং সংক্ষিপ্ত ও দৃষ্টিনন্দিত একটি প্রোগ্রাম লিস্ট তৈরি করে নিতে পারেন। এজন্য-
1. প্রথমে C:\Documents and Settings\All Users\Start Menu\Programs এবং C:\Documents and Settings\ Mozammel Hosain Toha\Start Menu\Programs ফোল্ডার দুটি ওপেন করুন।
নোট: Mozammel Hosain Toha এর পরিবর্তে অবশ্য আপনাকে আপনার User Name লিখতে হবে। তবে ফোল্ডার দুটি ওপেন করার আগে আপনাকে Tools>Folder Options থেকে Show Hidden Files And Folders অপশন বাটনে ক্লিক করে লুকানো ফাইল-ফোল্ডার গুলো প্রদর্শন করে নিতে হতে পারে।
2. এবার মনে করুন আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করা সবগুলো বাংলা গ্রোগ্রামকে Bangla Pro নামে একটি গ্রুপে স্থান দিতে চান। তাহলে ওপেন করা দুটি ফোল্ডারেই পৃথক পৃথক ভাবে Bangla Pro নামে দুটি সাব ফোল্ডার তৈরি করুন।
3. এবার Programs ফোল্ডার দুটিতে অবস্থিত সবগুলো বাংলা প্রোগ্রামের ফোল্ডার এবং শর্টকট আইকন কাট করে Bangla Pro ফোল্ডার দুটিতে পেস্ট করুন।
4. ব্যাস, তৈরি হয়ে Bangla Pro নামে নতুন একটি গ্রুপ, যে গ্রুপের অধীনে সকল বাংলা প্রগ্রাম অন্তর্ভুক্ত থাকবে।
5. এই একই পদ্ধতি অনুসরন করে আপনি আপনার কম্পিউটারের সবগুলো প্রোগ্রামকে অল্প কয়েকটি গ্রুপে স্থান দিতে পারেন এবং Start>All Programs লিস্টটাকে করে ফেলতে পারেন সম্পূর্ণ জঞ্জালমুক্ত।
স্টাট বাটনের নাম পরিবর্তন করা
স্টাট বাটনের নাম পরিবর্তন করতে হলে উইন্ডোজের explorer.exe প্রোগ্রামটিকে সম্পাদনা করতে হবে। এজন্য Resource Hacker সফটওয়্যারটি www.users.on.net/johnson/resourcehacker থেকে ডাউনলোড করে নিন। উইন্ডোজের কোন রিসোর্স ফাইল পরিবর্তন করা ঝুকিপূর্ণ, তাই সতর্কতার সাথে এবং নিজ দায়িত্বে কাজ করতে হবে।
- প্রথমে Resource Hacker সফটওয়্যারটি খুলুন এবং ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করে C:\Windows\explorer.exe (উইন্ডোজ যদি C: ড্রাইভে থাকে) ফাইলটি আনুন (এর আগে explorer.exe ফাইলটি ব্যাকআপ করে রাখুন)।
- এবার বাদিকের পেনে রিসোর্স তালিকা থেকে String Table ট্রিতে দুইবার ক্লিক করে ৩৭ ফ্লোডারে দুইবার ক্লিক করে ১০৩৩ ক্লিক করুন এবং ৫৭৮ কলামে start এর পরিবর্তে Mehdi (আপনার নাম)লিখুন।
- এরপর Compile Script বাটনে ক্লিক করে কম্পাইল করুন এবং একই ভাবে এবার ৩৮ ফ্লোডারে দুইবার ক্লিক করে ১০৩৩ ক্লিক করে ৫৯৫ কলামে start এর পরিবর্তে Mehdi (আপনার নাম) লিখে Compile Script বাটনে ক্লিক করে কম্পাইল করুন।
- এবার C:\Windows এ Mehdiexplorer.exe নামে সেভ করুন।
- এখন স্টাট থেকে রান এ ক্লিক করে(start + R চেপে)regedit লিখুন এবং Registry Editor এ HKEY_LOCAL_MACHINE> SOFTWARE>Microsoft>Windows NT>Current Version>Winlogon এবং ডানে Shell এ দুইবার ক্লিক করে explorer.exe পরিবর্তে Mehdiexplorer.exe লিখে OK করুন এবং Registry Editor বন্ধ করে কম্পিউটার রিস্টাট করুন।
স্টার্ট বাটনের নাম পরিবর্তন
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Start বাটনের নাম পরিবর্তনের জন্য বেশ কিছু সফটওয়্যার আছে। এর মধ্যে Start.exe এবং Winboost বেশ জন- প্রিয়। Winboost বেশ বড় সফটওয়্যার। তাই শুধু Start বাটনের নাম পরিবর্তনের জন্য Winboost সফটওয়্যারের চেয়ে Start.exe সফটওয়্যার ব্যবহার করাই ভালো।
- এবার Start.exe ফাইলটি খুলুন এবং Start-এর ওপর ক্লিক করে প্রয়োজনীয় কথা লিখে Patch বাটনে ক্লিক করুন।
- Start বাটনের নাম পরিবর্তন হয়ে যাবে।
- এবার সফটওয়্যারটি বন্ধ করে দিন।
বর্ণানুক্রমিকভাবে মেনুতে নতুন প্রোগ্রাম যুক্ত করা
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Start মেনুর বিভিন্ন প্রোগ্রাম সাধারণত ইনস্টল করার সময় অনুযায়ী সাজানো থাকে। তবে Start মেনুতে নতুন প্রোগ্রাম এবং আইকন যুক্ত করলে সেগুলো মেনুর শেষে যুক্ত হয় যা অনেকের কাছে বিরক্তি- কর ব্যাপার। কাজের সুবিধার্থে এগুলোকে বর্ণানুক্রমিক ভাবেও সাজানো যায়। এজন্য-
- Start থেকে Programs-এ যান।
- এবার যেকোনো একটি প্রোগ্রাম গ্রুপ, ফোল্ডার বা আইকন সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করুন।
৩. এরপর ড্রপ ডাউন মেনু থেকে Sort by Name সিলেক্ট করুন। দেখা
যাবে সব বর্ণ ক্রমানুসারে হয়ে গেছে।
৪. এর পরেও কোনো মেনুকে সর্বশীর্ষে রাখতে চাইলে সেই প্রোগ্রামটি
সিলেক্ট করে টেনে ধরে উপরে নিয়ে ছেড়ে দিন।